স্টার ট্রেকের জনপ্রিয় চরিত্র ক্যাপ্টেন কার্ক নামে পরিচিতি পাওয়া খ্যাতমান অভিনেতা উইলিয়াম শ্যাটনার বুধবার বাস্তবেই তার জীবনে প্রথমবারের মতো মহাকাশ ভ্রমন করেছেন। এটি ছিলো জেফ বেজোসের মালিকানাধীন ব্লু অরিজিন কোম্পানি থেকে মহাকাশে যাত্রার দ্বিতীয় যাত্রীবাহী ফ্লাইট। আর এই ভ্রমণের মাধ্যমে ৯০ বছর বয়সী অভিনেতা সবচেয়ে বয়স্ক মহাকাশ যাত্রীর রেকর্ড গড়লেন। খবর এনগ্যাজেট।
মাত্র কয়েক মাস আগে সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাবটি পেয়েছিলেন ৮২ বছর বয়সী অ্যাভিয়েশন পথিকৃৎ ওয়ালি ফাঙ্ক। তিনি জেফ বেজোসের সাথেই মহাকাশে সঙ্গী হয়েছিলেন।
স্টার ট্রেকের স্টারশিপ এন্টারপ্রাইজের কাল্পনিক গ্যালাকটিক ভ্রমণ না হলেও শ্যাটনারের এই মহাকাশ ভ্রমণ অবশ্যই মহাকাশ পর্যটনের মাইলফলক হয়ে থাকবে। সিনেমার জগতের গল্পকে তিনি তার জীবদ্দশায় বাস্তবে অভিজ্ঞতা নিতে পারলেন। ভ্রমণ শেষে শ্যাটনার আবেগাপ্লুত হয়ে পড়েন।
বুধবার পশ্চিম টেক্সাসের গ্রামীণ শহর ভ্যান হর্নের লঞ্চ সাইট থেকে ব্লু অরিজিদের দ্বিতীয় যাত্রীবাহী ফ্লাইটটি যাত্রা শুরু করে। মহাকাশ ভ্রমণ শেষে তাদের ক্যাপসুলটি যখন পৃথিবীতে ফিরে আসে এবং পৃথিবীর মাটিতে অবতরণ করে তখন সেখানে উপস্থিত ছিলেন জেফ বেজোস, তিনি নিজেই ক্যাপসুলের দরজাটি খুলে শ্যাটনারসহ অন্য তিন আরোহীকে স্বাগত জানান।
ডিবিটেক/বিএমটি