বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নতুন করে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক বা এনটিটিএন লাইসেন্স প্রদান স্থগিত করেছে বিটিআরসি।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নতুন কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হবে না। একই সঙ্গে এনটিটিএন লাইসেন্সের জন্য নতুন করে আবেদন না করারও অনুরোধ জানিয়েছে বিটিআরসি।
এনটিটিএন গাইডলাইন অনুযায়ী দেশে ইতােমধ্যে ০৬ (ছয়) টি প্রতিষ্ঠানের এনটিটিএন লাইসেন্স রয়েছে।
বিটিআরসির তথ্যানুযায়ী ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ৬টি প্রতিষ্ঠানকে এনটিটিএন লাইসেন্স দিয়েছে বিটিআরসি। প্রতিষ্ঠানগুলো হলো- ফাইবার অ্যাট হোম, সামিট কমিউনিকেশনস লিমিটেড, বাংলাদেশ রেলওয়ে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, বিটিসিএল এবং বাহন লিমিটেড। সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে বাহন লিমিটেডকে এনটিটিএন লাইসেন্স দেয় বিটিআরসি।
এনটিটিএন বিষয়ক বিটিআরসির সর্বশেষ নির্দেশনাটি পড়তে এখানে ক্লিক করুন।