২০২০ সাল থেকেই শোনা যাচ্ছিলো, গুগল নিজস্ব চিপ (এসওসি) তৈরির কাজ করছে। নতুন এক প্রতিবেদনে জানা গেছে, নিজেদের প্রথম চিপ নিয়েই পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করবে প্রযুক্তি জায়ান্টটি। খবর এনগ্যাজেট।
৯টু৫ গুগল জানিয়েছে, চিপসেটটির কোডনেম হোয়াইটচ্যাপেল, যেটি শিগগিরই পিক্সেল ফোনে ব্যবহৃত হবে। এর আগের এক প্রতিবেদন থেকে জানা যায়, হোয়াইটচ্যাপেল হবে এমন একটি এসওসি যেটি ফোন এবং ক্রোমবুকে ব্যবহার করা যাবে এবং প্রসেসরটি তৈরিতে স্যামসাংয়ের সাথে কাজ করছে গুগল।
খবরে জানানো হয়, স্যামসাংয়ের এক্সিনোস চিপসের সাথে এই চিপের সাদৃশ্য থাকতে পারে। স্যামসাং সেমিকন্ডাক্টরের সিস্টেম লার্জ-স্কেল ইন্টিগ্রেশন (এসএলএসআই) ডিভিশন হোয়াইটচ্যাপেল তৈরি করছে।
৯টু৫ গুগল একাধিক কোডনেমের কথা উল্লেখ করেছে। এর মধ্যে জিএস১০১ রয়েছে। এখানে জিএস বর্ণ দিয়ে গুগল সিলিকন নির্দেশ করা হয়েছে বলে জানানো হয়। ধারণা করা হচ্ছে পরবর্তী ফ্ল্যাগশিপ পিক্সেল ৬ ফোনে নতুন এই চিপসেটটি ব্যবহার করা হবে।
ডিবিটেক/বিএমটি