চলতি বছরে শাওমির অন্যতম সেরা ফোন হবে রেডমি নোট ১০ সিরিজ। কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে ফোন উন্মোচনের তারিখ ঘোষণা করেছে।
শাওমি জানিয়েছে, মার্চের প্রথমদিকেই উন্মোচিত হবে রেডমি নোট ১০। রেডমির ভারতীয় টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্যসহ ফোনটির টিজার প্রকাশ করা হয়েছে।
যদিও টিজারটি থেকে ফোনটি সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এটি আগের সংস্করণটি থেকে বেশ উন্নত হবে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। এর আগে শোনা গিয়েছিলো, ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৭৫০জি এসওসি এবং ১০৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা।
ডিবিটেক/বিএমটি