টানা দুই বছরেও প্রবৃদ্ধির দেখা পায়নি চীনের স্মার্টফোন বিক্রেতারা। বছর ব্যবধানে সেখানে স্মার্টফোন বিক্রি কমেছে ২০.৪ শতাংশ।
চীনের রাষ্ট্র সমর্থিত ‘চায়না অ্যাকাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন’ (সিএআইসিটি) জানিয়েছে, ২০১৯ সালে ৩৭ কোটি ২০ লাখ হ্যান্ডসেট বিক্রি হয়েছিল দেশটিতে। আর ২০২০ সালে তা কমে দাঁড়িয়েছে ২৯ কোটি ৬০ লাখে। গত ডিসেম্বরে ফোন নির্মাতারা চীনের বাজারে দুই কোটি ৫২ লাখ ফোন বিক্রি করেছে।
সিএআইসিটি’র ডেটা বলছে, শুধু ২০২০ সালে নয়, ২০১৯ সালেও স্মার্টফোন বিক্রি ২০১৮ সালের তুলনায় কমেছিল। সেবার অবশ্য মাত্র চার শতাংশ কমেছিল স্মার্টফোন বিক্রি।
ফোন নির্মাতারা আশা করেছিলেন, ২০২০ সালে ক্রেতারা ৫জি নেটওয়ার্কে যুক্ত হতে নতুন ফোন কিনবেন। কিন্তু বছরের প্রথমার্ধেই বিক্রি কম হতে দেখেছে চীনের স্থানীয় ফোন নির্মাতা অপো, ভিভো এবং শাওমি। অন্যদিকে, উচ্চ মূল্যের ফোনের দিক থেকে নেতৃস্থানীয় অবস্থানে থাকা হুয়াওয়ে নিজেদের বাজার অংশ বাড়তে দেখেছে। তবে দ্বিতীয়ার্ধে এসে ওয়াশিংটনের বাণিজ্য নিষেধাজ্ঞার মুখে পড়ে বিক্রি কমতে থাকে হুয়াওয়ের।