বাংলাদেশ পুলিশের নামের সঙ্গে মিল রেখে গত ১২ সেপ্টেম্বর ওয়েবসাইট ও ইমেইল আইডি খুলেছে একটি সাইবার অপরাধী চক্র। এর দুই দিনের মাথায় বিভিন্ন ব্যক্তি ও ট্রাভেল এজেন্সির মালিকদের পাঠানো শুরু করছে জালিয়াতি মেইল।
ওই মেইলের মাধ্যমে ত্রুটিপূর্ণ ফাইল পাঠিয়ে কম্পিউটার বা ডিভাইস হ্যাক করার ফাঁদ পেতেছে চক্রটি। সরকারি ওয়েবসাইটের ডোমেইনের শেষে থাকে .gov.bd। কিন্তু যে ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে সেটি .com ডোমেইন-এর। মেইলে পাঠানো লিংকে গেলে সেটা রি-ডিরেক্ট হয়ে আবার বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটেই চলে যাচ্ছে। ফলে বিশ্বাস-অবিশ্বসের দোলাচালে পড়ছেন তারা।
ফলে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের দ্বারস্থ হতে শুরু করেছেন কোনো কোনো ভুক্তভোগী।
এদেরই একজন জানিয়েছেন, info_gd@policebd.com ই-মেইল আইডি থেকে পাঠানো মেইলে বালা হয়েছে, ‘১৮৯৮ সালের ৫ নং আইনের ৫ নং তফশিলের ফৌজদারি কার্যবিধির ৬৮ ধারা অনুযায়ী আপনাকে জানানো যাচ্ছে যে আপনার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৯ অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- gd202176823। আপনার মামলার কপি ডাউনলোড করতে ভিজিট করুন policebd.com/gr_case.php যেহেতু আপনার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৯-এর ১৪ ধারার অপরাধের অভিযোগ আসিয়াছে, সেহেতু উহার উত্তর প্রদানের জন্য আপনি আসামি ২৮/০৯/২০২১ তারিখ স্বয়ং অথবা উকিলের মাধ্যমে আমার সম্মুক্ষে হাজির হইবেন। ইহার যেন অন্যথা না হয়। যেহেতু আপনার ইমেইল ঠিকানা মামলায় উল্লেখ করা হয়েছে সেহেতু অদ্য ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর তারিখে আপনাকে ইমেইল ও রেজিস্টার্ড ডাক মারফতে আপনার প্রতি জারিকৃত পরোয়ানার বিষয় অবগত করা হলো।’
তাসমিয়া সুলতানা/ ম্যাজিস্ট্রেট/ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২৮তম আদালত/ ঢাকা।’
এই মেইল বিষয়ে সবাইকে সতর্ক করেছে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন। শুরু করেছে তদন্ত। পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, ‘মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের গ্রেফতারি পরোয়ানার আদেশ যদি info_gd@policebd.com থেকে পেয়ে থাকেন এবং লিংকে যাওয়ার পর যদি policebd.com সাইটটি রিডিরেক্ট করে (এক সাইট থেকে অন্য সাইটে যাওয়া) তবে অবশ্যই কোনও অ্যাটাচমেন্ট ডাউনলোড করবেন না। এটি মূলত একটি ম্যালওয়্যার যা কম্পিউটারের ফাইল নষ্ট করে দিতে পারে।’
ফলে এরকম ইমেইল কেউ পেয়ে থাকলে তা ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগকে জানাতে অনুরোধ করেছে সংস্থাটি।