বাংলাদেশের আর্থ-সামাজিক সফলতার গল্প অনুপ্রেরণামূলক। আইসিটিখাতে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ তথা সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় স্থান।
বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অব কমার্স (এসবিসিসিআই) এর যৌথ উদ্যোগে আয়োজিত এক ওয়েবিনারে অংশ নিয়ে এ মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাটালি শিউআখ্।
অনুষ্ঠানে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর জানান, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ নীতিমালা প্রণয়নের পর থেকে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি লাভজনক গন্তব্যে পরিণত হয়েছে। সেইসাথে দক্ষ জনশক্তি নিয়ে বাংলাদেশ এখন আউটসোর্সিং এর জন্যেও একটি সম্ভাবনাময় গন্তব্য।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন। তিনি জানান, বাংলাদেশের রফতানি নীতিতে উচ্চ সম্ভাবনাময় খাত হিসাবে আইসিটিকে উল্লেখ করা হয়েছে। আশা করা হচ্ছে কয়েক বছরের মধ্যে এইখাতে রফতানি ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
অনুষ্ঠানে বেসিসের সহ সভাপতি মুশফিকুর রহমান প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক তুলে ধরেন।
৮২ টি বেসিস সদস্য প্রতিষ্ঠান এবং ২০ টি এসবিসিসিআই সদস্য প্রতিষ্ঠান এই ওয়েবিনার টিতে অংশ নেন। আশা করা যাচ্ছে যে, আগামীতে সুইজারল্যান্ডভিত্তিক আরো কিছু উদ্দ্যোগ গ্রহণের মাধ্যমে বেসিস, এসবিসিসিআই এবং দূতাবাস গুলোর সহযোগীতায় বাংলাদেশি কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণ এবং এই খাত থেকে রপ্তানি আয় ও বিনিয়োগ বহুলাংশে বৃদ্ধি পাবে।
বেসিস সভাপতির সঞ্চালনায় ভার্চুয়াল এই ওয়েবিনারে আরও উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম প্রমুখ।