নিজেদের প্রথম সেডান মডেল অবমুক্ত করলো চীনা বিদ্যুতচালিত গাড়ি নির্মাতা নিও ইনকর্পোরেটেড। চীনের পশ্চিমের শহর চেংডুতে এক আয়োজনের মধ্য দিয়ে ইটি৭ উন্মোচন করে নিও। অনুষ্ঠানে নিও’র প্রধান নির্বাহী উইলিয়াম লি জানিয়েছেন, নতুন ব্যাটারি প্রযুক্তি থাকায় একবারের চার্জে নিও সেডানে চেপে এক হাজার কিলোমিটার পাড়ি দেওয়া সম্ভব হবে। আর ইটি৭ এর টার্গেট প্রতিদ্বন্দ্বী ছিল বিএমডব্লিউ এর ৫ সিরিজ, অডির এ৬ এবং মার্সিডিজ বেঞ্জ ই-ক্লাস সেডান।
ব্যাটারি প্যাক ছাড়া গাড়ির মূল্য ৩ লাখ ৭৮ হাজার ইউয়ান (৫৮,৩৭৮ মার্কিন ডলার)। আর ব্যাটারি প্যাক সেহ মূল্য হবে ৪ লাখ ৪৮ হাজার ইউয়ান।
বর্তমানে তিনটি এসইউভি মডেল বিক্রি করছে নিও। চীনের পূর্ব অঞ্চলের শহর হেফেই-এ তৈরি হয়েছে মডেল তিনটি।
এদিকে চীনে নিজেদের নির্মিত মডেল ওয়াই ‘স্পোর্ট-ইউটিলিটি’ গাড়ি বিক্রি শুরু করেছে টেসলা। মার্কিন বিদ্যুতচালিত গাড়ি নির্মাতার মডেল ওয়াই স্পোর্ট ইউটিলিটি গাড়িগুলোও চীনেই তৈরি হচ্ছে।