হলিউড ও বলিউডে নিয়মিত হলেও এবার ডিজিটাল প্লাটফর্মে (ওটিটি-ওভার দ্য টপ) মুক্তি পেল বাংলাদেশের প্রথম ই-বাণিজ্যিক ছবি। চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘নবাব এলএলবি’ ছবিটি বুধবার (১৬ ডিসেম্বর) রাতে মুক্তি দেয়া হয় আই থিয়েটার অ্যাপে।
এখন ভার্চ্যুয়াল টিকিট কেটে নির্দিষ্ট সময় পর্যন্ত সিনেমাটি উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শক। মাত্র ৯৯, ১৫০, ৪০০ ও ৬০০টাকায় বিভিন্ন মেয়াদের টিকিট কেটে সিনেমাটি দেখা যাচ্ছে।
মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়াও মিলেছে বলে জানিয়েছেন ছবির পরিচালক অনন্য মামুন।
বিষয়টি নিয়ে সিনেমার মূলচরিত্রের অভিনেতা শাকিব খান ও মাহিয়া মাহি দু’জনই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ছবিটিতে আরো অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, শবনম, শাহেদ আলী ও সুমন আনোয়ার প্রমুখ।