বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন ছবি ‘নবাব এলএল.বি’। প্রেক্ষাগৃহে নয়, সরাসরি মুক্তি পাচ্ছে আই থিয়েটার নামের ওটিটি প্ল্যাটফর্মে।
খানের ক্যারিয়ারে এটাই প্রথম অ্যাপ-ভেঞ্চার। ছবিটি দিয়ে অভিষেক হচ্ছে অ্যাপটিরও।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ছবিটির টাইটেল ভিডিও গান প্রকাশের মাধ্যমে যৌথ সূচনা হলো অ্যাপ ও ছবির।
‘আমি নবাব ধর্ষিতা নারীদের হাত’ শিরোনামে প্রকাশ করা হয়েছে ৩ মিনিট ১৭ সেকেন্ডের টাইটেল সং।
আর গানের এই ভিডিওটি উৎসর্গ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কবি সুফিয়া কামাল, বেগম সম্পাদক নূরজাহান বেগম, বিপ্লবী প্রীতিলতা, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, রাবেয়া খাতুন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, জননী জাহানারা ইমাম, ক্রিকেটার সালমা খাতুন, বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি, ফেরদৌসী প্রিয়ভাষিণী, রমা চৌধুরী ও এভারেস্ট জয়ী নিশাত মজুমদারকে।
গানের মাঝেও তাদের ছবি প্রদর্শন করে স্যালুট জানান শাকিব খান। সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনোয়ারসহ অনেকেই।