ফের পেছালো লেগো স্টার ওয়ার্সের নতুন গেম ‘দ্য স্কাইওয়াকার সাগা’ প্রকাশের দিন। ফলে আসছে বসন্তেও আলোর মুখ দেখছে না গেমটি। আবার কবে নাগাদ প্রকাশ করা হবে তাও এখনো ঘোষণা করেনি নির্মাতা প্রতিষ্ঠান টিটি গেমস। শুধু লিখেছেন, তাদের আরও “সময় প্রয়োজন। “যত দ্রত সম্ভব” আসছে”।
যদিও দ্বিতীয় দফায় প্রকাশ সময় স্থগিত করা হলেও এর কারণ সম্পর্কে কিছু জানাননি ডেভেলপাররা।
প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট অবশ্য বলছে, ‘‘স্কাইওয়াকার সাগা পিছিয়ে দেওয়ার মানে এই নয় যে, গেইমটি কোনো সমস্যার মুখে পড়েছে। এর মানে দাঁড়ায়, গেমটিতে নির্দিষ্ট কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে যার সমাধানে সাময়িক বিলম্বের চেয়েও বেশি সময় প্রয়োজন।’’
মূলত ২০১৯ সালে উন্মোচিত হয়েছিল গেমটি। প্রকাশ হবার কথা ছিল ২০২০ সালে। অর্থাৎ এখন অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করতে হবে গেমারদের।