একসময়ের জনপ্রিয় গেম সুপার মারিও ব্রোস। ১৯৮৩ সালের আরেক জনপ্রিয় আর্কেড গেম মারিও ব্রোসের পরবর্তী সংস্করণ হিসেবে ১৯৮৫ সালে নিনটেন্ডো এই গেমটি ডেভেলপ ও প্রকাশ করে। আর এই গেমটির একটি কপি বিক্রি হয়েছে ছয় লাখ ৬০ হাজার ডলারে। সম্প্রতি এক নিলামে গেমটির এনইএস সংস্করণ এই রেকর্ড দামে বিক্রি হয়। খবর এনগ্যাজেট।
সুপার মারিও ব্রোস ১১ ধরণের আলাদা বক্সে পাওয়া যেতো। ১৯৮৬ সালের শেষের দিকে ক্রিসমাসের উপহার হিসেবে একজন গেমটির একটি বক্স কিনেছিলেন। এরপর সেটি প্রায় চার দশক ধরে ডেস্কের ড্রয়ারে পড়ে ছিলো।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ ক্রেতা বলেন, আমি এটি নিয়ে কখনো কিছুই ভাবিনি। অবশেষে তিনি একেবারেই প্রকৃত র্যাপিং করা গেম কপিটি নিলামে বিক্রি করেছেন।
নিলাম থেকে প্রকৃত মালিক সাড়ে পাঁচ লাখ ডলার পেয়েছেন বলে জানা গেছে। মোট ১৩ জন আগ্রহী ক্রেতা ঐ নিলামে অংশ নিয়েছিলেন।
এতো দামে গেমটির কপি বিক্রি হওয়ায় অবাক হওয়ার কিছু নেই। গত বছর নিনটেন্ডো প্লেস্টেশনের একটি প্রোটোটাইপ তিন লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছিলো। সম্প্রতি সুপার মারিও ব্রোস ৩ এর একটি কপি এক লাখ ৫৬ হাজার ডলারে বিক্রি হয়।
ডিবিটেক/বিএমটি