ওয়েবে এক্সবক্স ক্লাউড গেমিং কেমন হতে পারে সেটি নিয়ে অবাক হওয়ার কিছু নেই। কারণ এটি অ্যান্ড্রয়েড ডিভাইসের মতোই ব্রাউজারেও একই অভিজ্ঞতা দেবে।
দ্য ভার্জ জানিয়েছে, মাইক্রোসফট ইতিমধ্যেই ব্রাউজারে এক্সবক্স ক্লাউড গেমিংয়ের পরীক্ষা শুরু করেছে। একটি সহজ লঞ্চারের মাধ্যমে সাম্প্রতিক গেমগুলো খেলা ও ব্যবহারকারী তার নিজের এক্সবক্স গেম পাস আল্টিমেট সাবস্ক্রিপশনের মাধ্যমে নতুন গেম খেলতে পারবেন।
যারা এখনই পরখ করে দেখতে চান তাদের কন্ট্রোলার প্রয়োজন হবে। এছাড়া শুধুমাত্র ক্রোমিয়াম-ভিত্তিক ব্রাউজার যেমন গুগল ক্রোম এবং মাইক্রোসফট এজে পরীক্ষামূলক সংস্করণটি সীমাবদ্ধ রয়েছে।
কতো রেজ্যুলেশনে গেমপ্লে করার সুযোগ দেবে মাইক্রোসফট সেটি এখনও পরিস্কার নয়, তবে সেটি ফোরকে হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন অনেকেই।
ডিবিটেক/বিএমটি