চলতি বছরে গুগলের ক্লাউড গেমিং সেবা স্ট্যাডিয়াতে শতাধিক গেম যুক্ত হবে। প্লাটফর্মটির কমিউনিটি ব্লগে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টটিতে জানানো হয়, শিগগিরই অন্তত নয়টি গেম উন্মুক্ত করা হবে। এর মধ্যে থাকছে ফিফা ২১ (১৭ মার্চ) ও ডিটেকটিভ/অ্যাকশন আরপিজি টাইটেল জাজমেন্ট (২৩ এপ্রিল)।
এছাড়া চলতি মাসের ২৩ তারিখে আসবে শান্তে : হাফ-জেনুইন হিরো আল্টিমেট এডিশন এবং শান্তে : রিস্কি’স রিভেঞ্জ – ডিরেক্টর’স কাট। স্ট্যাডিয়া টিম প্রকাশের তারিখ ঘোষণা ছাড়াই কিলার কুইন ব্ল্যাক, স্ট্রিট পাওয়ার ফুটবল ও সাইন্স-ফিকশন আরপিজি হেলপয়েন্ট গেম উন্মোচনের কথা জানিয়েছে।
নিজস্ব গেম ডেভেলপমেন্ট থেকে সরে আসার সিদ্ধান্তে সম্প্রতি মন্ট্রিল ও লস এঞ্জেলসে স্ট্যাডিয়া গেম স্টুডিও বন্ধের ঘোষণার কিছুটা পরেই শতাধিক গেম আনার কথা জানালো স্ট্যাডিয়া। নিজেরা গেম না তৈরি করে বরং তৃতীয় পক্ষের গেম উন্মোচনকে ব্যবসায়ের জন্য টেকসই হিসেবে বিবেচনা করছে প্লাটফর্মটির ভাইস প্রেসিডেন্ট ফিল হ্যারিসন।
ডিবিটেক/বিএমটি