ওয়াও! একটি ভিডিও গেমের কপি বিক্রি হলো ১ লাখ ৫৬ হাজার ডলারে। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ভিডিও গেমের স্বীকৃতি পেয়েছে নিনটেন্ডোর ‘সুপার মারিও ব্রোস. ৩’। যদিও এর আগের রেকর্ডটিও তাদেরই ছিলো।
গত শুক্রবার গেমটির সর্বশেষ সিলড কপি নিলামে তোলা হয়। প্রাথমিক দাম ৬২ হাজার ডলার হলেও পরবর্তীতে ২০ জন বিডার মূল্য বাড়াতে থাকেন। সর্বশেষ ১ লাখ ৫৬ হাজার ডলারে দুর্লভ কপিটি বিক্রি হয়।
চলতি বছরেই অরিজিনাল ‘সুপার মারিও ব্রোস’ ১ লাখ ১৪ হাজার ডলারে বিক্রি হয়ে সবচেয়ে দামি গেমের খেতাব অর্জণ করে। ফলে এবার নিজেদেরই রেকর্ড ভেঙ্গেছে গেমটি।
ডিবিটেক/বিএমটি