শিগগিরই বিশ্বব্যাপী স্মার্টওয়াচের বাজার নিন্মমুখী হওয়ার সম্ভাবনা কম, বরং ক্রমেই এই বাজারের প্রবৃদ্ধি ঘটছে। স্ট্র্যাটেজি অ্যানালাইটিক্স ধারনা করছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টওয়াচের বাজার আগের বছরের তুলনায় ৪৭ শতাংশ বেড়েছে। খবর এনগ্যাজেট।
চলতি মৌসুমে এক কোটি ৮১ লাখ ইউনিট স্মার্টওয়াচ সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাজারে স্মার্টওয়াচের চাহিদা প্রি-প্যান্ডেমিক তথা করোনা পরিস্থিতি আসার আগের অবস্থায় ফেরত এসেছে, বিশেষ করে ২০১৮ সালের পর এতোটা চাহিদা দেখা যায়নি।
স্ট্র্যাটেজি অ্যানালাইটিক্স বলেছে, ব্যক্তিগত স্বাস্থ্য ডিভাইস হিসেবে স্মার্টওয়াচের চাহিদা বাড়ছে। ধারনা চেয়ে বেশি বিক্রি হলেও অবাক হওয়ার কিছু নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্টওয়াচের এই চাহিদা সবচেয়ে বেশি লাভবান হয়েছে অ্যাপল। অ্যাপল ওয়াচ সিরিজ ৬ এর মাধ্যমে ৫২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়েরও আগের বছরের তুলনায় ৫৪ শতাংশ বিক্রি বেড়েছে। অএছাড়া ফিটনেস ফোকাসড ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান গার্মিনের বিক্রি বেড়েছে ২৫ শতাংশ। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিক্রি বেড়েছে ৫৫ শতাংশ। ফলে শুধু বড় প্রতিষ্ঠান নয়, ছোটখাটো ব্র্যান্ডগুলোও লাভবান হয়েছে।
ডিবিটেক/বিএমটি