ফেসবুকের হার্ডওয়্যার ব্যবসায় সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একদিকে যেমন জনপ্রিয় অকুলাস ভিআর হেডসেটের সুনাম রয়েছে, অন্যদিকে এইচটিসির সাথে নেয়া প্রকল্পের ব্যর্থতাও ফুটে উঠেছে বেশ। তবে অপ্রকাশিত সূত্র থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমটি স্মার্টওয়াচের বাজারে প্রবেশ করতে যাচ্ছে।
প্রতিযোগিতামূলক স্মার্টওয়াচের বাজারে বিল্ট-ইন সেল্যুলার সংযোগসহ স্মার্টওয়াচ আনবে ফেসবুক, ফলে এতে সিম ব্যবহার করা যাবে।
আগামী বছরেরই প্রাথমিক সংস্করণটি আসতে পারে বলে দাবি করা হয়েছে। এতে ব্যবহার করা হবে অ্যান্ড্রয়েডের ওপেন সোর্স সংস্করণ। পরবর্তী বছরে পূর্ণাঙ্গ ফিচার নিয়ে আসতে পারে ফেসবুক স্মার্টওয়াচ, যা স্মার্টফোনের পর পরবর্তী প্রজন্মের পূর্ণাঙ্গ কম্পিউটিং প্লাটফর্ম হতে যাচ্ছে।
তবে ফেসবুকের প্রাইভেসি ইস্যু এবং নিয়ন্ত্রক সংস্থার তদন্ত মিলে এই প্রকল্পটি কতোটা সফল হবে সেটি নিয়ে অনেকেই সন্দিহান। ফেসবুকের অন্যান্য সেবার পাশাপাশি এই ডিভাইসে ফিটনেস ও হেলথ তথ্যতে নজর দেয়া হবে। কেউ কেউ ধারণা করছে ফেসবুক স্মার্টওয়াচ আনতে থার্ড পার্টি প্লাটফর্মের সাথে সম্পৃক্ত হতে পারে।
ডিবিটেক/বিএমটি