সামনে ঈদ-উল আজহা। কোরবানির ঈদ। কিন্তু করোনার মধ্যে গরুর হাটে যাওয়া কতটুকু নিরাপদ? যদি নিরাপদ না হয়, তাহলে কুরবানির গরু কীভাবে কিনবেন? গরু কিনতে না পারলে কুরবানিকে কেন্দ্র করে প্রস্তুতি নেয়া লাখ লাখ খামারির কি হবে?
এসব সমস্যার সমাধান নিয়ে এবার হাতের মুঠোয় বসছে কোরবারির হাট। ভার্চুয়াল এই হাটের নাম খামার-ই।
ওয়েব অথবা ফেসবুক যেকোনো মাধ্যমে ঘরে বসেই কোরবানির পশু কিনতে পারবেন রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের অধিবাসীরা। এই দুই অনলাইনে মহানগরীর খামারীদের পশুর হাট বসেছে আগামী ৩ জুলাই থেকে।
যেখানে অনলাইনে একসঙ্গে মিলিত হবেন কোরবানির পশুর ক্রেতা ও বিক্রেতারা। বিক্রেতা গরু, ছাগল বা কোরবানি উপযুক্ত পশুর স্থিরচিত্র বা ভিডিও দেখাবেন। গরুর দাম, বয়স, ওজন, কয়টা দাঁত রয়েছে, কোথা থেকে আনা হয়েছে, এমন সব তথ্য দিয়ে দেবেন এখানে। ভার্চুয়াল এই হাটে গিয়ে ক্রেতা যেভাবে গরু যাচাই-বাছাই করে থাকেন, ঠিক সেভাবেই দেখা যাবে।
পছন্দ হলে ক্রেতা গরু কিনে নিতে পারবেন। দাম ক্রেডিট বা ডেবিট কার্ডে পরিশোধ করা যাবে। ক্রেতা যেখানে চাইবেন, সেখানেই গরু পাঠিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সদ্য পাস করা চারজন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আবিয়াদ, শাহরুখ হোসাইন, হামিদ হাসান ও দীপ্ত সাহা মিলে আয়োজন করেছেন ভার্চুয়াল এই হাটের।
হাটের আয়োজন নিয়ে ভার্চুয়াল এই গরুর হাটের অপারেশনলিড হামিদ হাসান আলভি বললেন, কোভিড-১৯ সময়ে নিরাপদে ঘরে বসেই যেনো কোরবানির পশু কেনার সুবিধা দিতে এই প্লাটফর্মটি চালু করেছি আমরা। ঢাকা ও চট্টগ্রামের আপাতত সেবাটি দেয়া হবে।