এনসিসি ব্যাংকের গ্রাহকরা এখন বিকাশ অ্যাপে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে খরচ ছাড়াই তাৎক্ষণিক টাকা আনতে পারবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় ২৭টি বাণিজ্যিক ব্যাংক থেকে বিকাশে টাকা আনার সবচেয়ে বড় প্ল্যাটফর্মটি আরও সমৃদ্ধ হল।
সম্প্রতি এনসিসি ব্যাংক এবং দেশের প্রধান মোবাইলে আর্থিক সেবা দাতা প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে এই সেবা চালু করে।
প্রথমে নিজের অথবা প্রিয়জনের বিকাশ নম্বর বেনিফিশিয়ারি হিসেবে এনসিসি ব্যাংকের নেট ব্যাংকিংয়ে যুক্ত করতে হবে।
এনসিসি ব্যাংকের নেট ব্যাংকিংয়েএ লগ ইন করে গ্রাহক কয়েকটি সুনির্দিষ্ট ধাপে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।
প্রথমে ‘ট্রান্সফার টু বিকাশ’ অপশনে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, বিকাশ নম্বর, টাকার পরিমাণ এবং বিবরণ লিখে ‘সাবমিট’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর ওটিপি দিলেই তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে।
লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস পাবেন। বিকাশে টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।