আগামী মাস থেকেই টেলিগ্রাম ব্যবহারকারীরা গ্রুপ ভিডিও কল সেবা পাবেন। যদিও পরিকল্পনার একটু পরে সেবাটি চালু হচ্ছে, তারপরেও টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য এটি সুখবর। খবর এনগ্যাজেট।
টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দূরভ বলেন, সচরাচর ভিডিও কনফারেন্সিংয়ের মতো এতে সাধারণ ফিচার যেমন নয়েস ক্যান্সেলেশন, স্ক্রিণ শেয়ারিং, মোবাইল, ডেস্কটপ ও ট্যাবলেট সাপোর্ট ইত্যাদি সুবিধা থাকছে।
তবে গ্রুপ ভিডিও কলের ক্ষেত্রে কোম্পানিটি নিজস্বতা আনছে। গতি এবং এনক্রিপশনের যে চাহিদা রয়েছে সেটি পূরণ করবে প্লাটফর্মটি।
টেলিগ্রাম ইতিমধ্যেই ওয়ান-টু-ওয়ান ভিডিও কল এবং গ্রুপ ভয়েস চ্যাট সেবা দিচ্ছে। নতুন ফিচারটি টেলিগ্রামকে জুম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার রুমসহ অন্যান্য প্লাটফর্মের সাথে টেক্কা দিতে সহায়তা করবে।
ডিবিটেক/বিএমটি