শিগগিরই ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো হতে যাচ্ছে স্ন্যাপচ্যাট। অ্যাপটি নতুন আপডেট নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীদের স্ন্যাপে মিউজিক যুক্ত করার সুযোগ দেবে। কোম্পানির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর এনগ্যাজেট।
নতুন এই আপডেটের ফলে শ্যুটিংয়ের আগে কিংবা পরে স্ন্যাপে মিউজিক যুক্ত করা যাবে। কোম্পানিটি ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় লেভেবেল সাথে চুক্তিবদ্ধ হয়েছে। ওয়ার্নার মিউজিক গ্রুপ এবং ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপসহ বেশ কয়েকটি কোম্পানির মিউজিক যুক্ত হবে স্ন্যাপচ্যাটে।
ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পরীক্ষামূলকভাবে সেবা চালু করা হয়েছে। শিগগিরই বিশ্বজুড়ে চালু করা হবে।
ডিবিটেক/বিএমটি