বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পর সহায়তার জন্য ফেসবুক ব্যবহারকারীরা সাহায্য চেয়ে কিংবা তার অবস্থা জানাতে পারতো। ফেসবুকের ক্রাইসিস রেসপন্স টুল পেজ থেকে এটি করা যেতো।
এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এই টুল ব্যবহার করা যাবে। এর ফলে অধিক ব্যবহারকারীরা সুবিধাটি পাবেন বলে জানিয়েছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর ম্যাশেবল।
আগে ফেসবুকের ক্রাইসিস রেসপন্স পেজের অনুরোধগুলোর উত্তর শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো যেতো। এখন হোয়াটসঅ্যাপেও সেটি করা যাবে। এছাড়া এই সেবায় যুক্ত হয়েছে ছবি এবং ভিডিও শেয়ার করার সুবিধাও।
হোয়াটসঅ্যাপের এখন বৃহৎ নেটওয়ার্ক রয়েছে। সেবাটির সবচেয়ে বড় বাজার ভারত, ব্রাজিল এবং আর্জেন্টিনার ৯০ শতাংশের বেশি স্মার্টফোন ব্যবহারকারী এই সেবাটি ব্যবহার করবে বলে জানিয়েছে অ্যাডউইক।
ডিবিটেক/বিএমটি